সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ ১৬ বছর অপেক্ষায়, এবার স্বাধীনভাবে ভোট দেবে: খন্দকার মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
ড. খন্দকার মোশাররফ হোসেন
expand
ড. খন্দকার মোশাররফ হোসেন

কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সামনে যে নির্বাচন, তার জন্য দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে অপেক্ষা করছে। এই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. মোশাররফ বলেন, ‘অনেকেই বলছে, নির্বাচন নাকি পিআর পদ্ধতিতে হবে। পিআর পদ্ধতি মানে মানুষ ভোট দেবে দলকে, দল ঠিক করবে এমপি কে হবে। এতে ভোটার তার এমপিকে চিনবে না, এমপিও চিনবে না তার ভোটারকে। এভাবে নির্বাচিতরা জনগণের নয়, দলের এমপি হয়ে যাবে। পিআর পদ্ধতির কথা বলে বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ‘আমরা চাই গণতন্ত্র ফিরিয়ে আনতে। তাই আগামী নির্বাচনকে সফল করতে হবে। নানা কথা বলে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা হবে। এসব অবান্তর কথায় কান না দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন। অতীতেও আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, সেবা করার সুযোগ দিয়েছেন। এবারও ধানের শীষকে জয়ী করতে হবে। সমাবেশে ড. মোশাররফকে প্রার্থী ঘোষণা করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গণমিছিলের আয়োজন করেন। দাউদকান্দি শহীদ রিফাত পার্কের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি টোলপ্লাজা ঘুরে বিশ্বরোড ঈদমাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এম এ লতিফ ভুইয়া, সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম, পরিবহন নেতা সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার ও পিটার চৌধুরী প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন