

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোর ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম–চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ি ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাক ফেলনা কাজী বাড়ির সামনে ইউটার্নে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাঙ্গলকোটগামী একটি সিএনজি অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারীসহ তিনজন মারা যান। নিহতরা সবাই সিএনজির যাত্রী বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে রয়েছেন নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপি মহেশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), বাঙ্গড্ডা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), অটোচালক আলী হোসেনের ছেলে মাহবুবুল হক এবং আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)। স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বসহ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অটোচালক আহত মাহবুবুল হক বলেন, লাকসাম থেকে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে নাঙ্গলকোটগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করে। তখন আমি সিএনজির পিছনে ধাক্কা দিই, এতে ত্রিমুখি সংঘর্ষ হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহাম্মদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাকের নিচে সিএনজি ঢুকে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মন্তব্য করুন