সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-৬: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির নেতা মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন
expand
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির নেতা মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন

দলীয় স্বার্থ ও সাংগঠনিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির নেতা মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইয়াছিন।

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তাঁকে কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। এর পরই তিনি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

সংবাদ সম্মেলনে ইয়াছিন বলেন, তিনি দীর্ঘ ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতি করছেন এবং দলের আদর্শ বাস্তবায়নই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, ‘নির্বাচন দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমাকে ছয়টি আসনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকেই আমি মনোনয়ন প্রত্যাহার করছি।’ তিনি জানান, সকালে মনোনয়ন প্রত্যাহারের উদ্যোগ নিলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বাইরে থাকায় বিকেলে তা করবেন।

এই সংবাদ সম্মেলনে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী বলেন, ইয়াছিনের সিদ্ধান্তে কুমিল্লার রাজনীতিতে দীর্ঘদিনের বিভাজনের অবসান হয়েছে।

তিনি বলেন, এই সমঝোতার মধ্য দিয়ে কুমিল্লার রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হলো। সবাইকে নিয়ে কুমিল্লাকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, দলের সংকটময় সময়ে ইয়াছিনের এই ত্যাগ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, চেয়ারম্যানের আহ্বানে সাড়া দিয়ে তিনি যে দায়িত্ব নিয়েছেন, তা দলের জন্য ইতিবাচক। তাঁর নেতৃত্বে আমরা ছয়টি আসনে বিজয় অর্জন করতে পারব।

সংবাদ সম্মেলনে কুমিল্লা-৫ আসনের প্রার্থী মো. জসিম উদ্দিনসহ বিএনপির বিভাগীয়, জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X