রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বিজিবি অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
আটক করা ভারতীয় চোরাচালান পণ্য
expand
আটক করা ভারতীয় চোরাচালান পণ্য

কুমিল্লার যশপুর সীমান্তে চালানো অভিযানে ১ কোটি টাকার ৩৪ লাখ ৮১ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অভিযানে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও আতশবাজিসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত চোরাচালানবিরোধী তৎপরতার অংশ হিসেবে শনিবার গভীর রাত ও রোববার সকালে

দুটি ঝটিকা অভিযান চালায়। এর মধ্যে যশপুর বিওপির একটি টহল দল সীমান্তের প্রায় ২৫০ গজ ভেতরে মুড়াপাড়া এলাকায় একটি পরিত্যক্ত মিনি পিকআপের সন্ধান পায়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়।

এ ছাড়া একই সীমান্ত এলাকার পাহাড়পুরে পৃথক অভিযানে সীমান্তের প্রায় ১০০ গজ ভেতর থেকে বড় আকারের আতশবাজির চালান জব্দ করা হয়।

বিজিবির প্রাথমিক হিসাবে, উদ্ধার হওয়া একটি মিনি পিকআপসহ শাড়ি, থ্রি-পিস ও আতশবাজির মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত মালামাল আইন অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X