

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা এবং ভোটাধিকার নিশ্চিত করাই তাঁদের রাজনৈতিক লক্ষ্য—এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দুর্নীতিবিরোধী রাজনীতি, আজাদী ও ইনসাফের ভিত্তিতে গড়ে ওঠা একটি নির্বাচনী জোটে এনসিপি যুক্ত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আগ্রাসনবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণেই হাদি ভাই শহিদ হয়েছেন। আধিপত্যবাদী শক্তির দমননীতির ফলেই এমন ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের কারণে জনগণ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং অর্থনৈতিক সংকটে পড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক মুক্তি ও ভোটারদের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য, বলেন তিনি।
এর আগে বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন হাসনাত আবদুল্লাহ। তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও রাকিবুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন।
এ সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ)সহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
