বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহ
expand
হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কার্যালয় থেকে এনসিপির নেতাকর্মীরা মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।

এ সময় দলটির উপজেলা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী শামিম কাউছার ও সাইফুল ইসলাম শামিম, সদস্য কাজী নাসির মিয়া, রাফসান সিদ্দিকী, হৃদয় ইসলাম ও তুষার মোল্লা। পাশাপাশি শহীদ তন্ময়ের বাবা শফিকুল ইসলাম এবং শহীদ ছাব্বিরের মা রীনা আক্তারও সেখানে উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রথম আলোকে জানান, মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চারটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত দেবিদ্বার আসনে মোট ১২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X