

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মানুষ যার প্রতি আস্থা রাখবে তাকে ভোট দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। “আপনারা যে–যাকে খুশি ভোট দেবেন। শুধু আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের পাশে থাকতে পারি। চাঁদাবাজি, ধান্দাবাজি বা লুটপাট আমার রাজনীতি নয়। আমি মানুষের হৃদয়ে জায়গা নিতে চাই,”—বলেন তিনি।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আরও বলেন, “আমি ভোট চাইতে আসিনি। ভোট চাইতে হলে অনেক কিছু লাগে, সেগুলো আমার নেই। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার বাবা একজন রাজমিস্ত্রি। মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে এসেছি।”
তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের মনে পরিবর্তনের আকাঙ্ক্ষা আরও জোরালো হয়েছে। দেশের সব সেক্টরে আমূল পরিবর্তনের সুযোগ এসেছে। এখন ভোটের মাধ্যমে জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।”
এর আগে মঙ্গলবার ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পদযাত্রায় অংশ নেন হাসনাত। স্থানীয় মানুষ তাঁর প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান তিনি। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। জনসংযোগকালে স্থানীয় এনসিপি নেতা–কর্মীরাও তাঁর সঙ্গে ছিলেন।
মন্তব্য করুন
