মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এসিল্যান্ডের গাড়িচাপায় প্রাণ গেল দুই বছরের ফাইজার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
গাড়ির ধাক্কায় নিহত ফাইজা আক্তার
expand
গাড়ির ধাক্কায় নিহত ফাইজা আক্তার

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির ধাক্কায় ফাইজা আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফাইজা মায়ের সঙ্গে উপজেলা চত্বরে ছিল। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনার (ভূমি)–এর অফিসিয়াল গাড়িটি ফাইজাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে মেয়েকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মা। তিনি বলেন, “গাড়িটা খুব দ্রুত আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেল।”

দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাঁদের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার তেরদ্রন ইউনিয়নের পুটিয়া গ্রামে।

খবর পেয়ে হোমনার সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম হোমনা সরকারি হাসপাতালে যান। শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এসিল্যান্ডও।

তিনি বলেন, “ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। শিশুটি আমার সন্তানও হতে পারত। একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি সহায়তা করব।”

ফাইজার বাবা গাড়িচালকের সর্বোচ্চ শাস্তি—এমনকি মৃত্যুদণ্ডেরও দাবি জানিয়েছেন।

টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম বলেন, সকালে মা–মেয়েকে বিদ্যালয়ের সামনে দেখা যায়। কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর আসে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফাইজা আক্তারের মৃত্যুতে পুরো হোমনা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, উপজেলা চত্বরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X