মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি
expand
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি

স্লোগান ‘সর্বদা সত্যের সন্ধানে’ ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নয় সদস্যের এ কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আতিকুর রহমান (তনয়) এবং সাধারণ সম্পাদক হয়েছেন বার্তা বাজার–এর প্রতিনিধি আব্দুল্লাহ।

সোমবার (১ ডিসেম্বর) সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের, উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নাহিদ ইকবাল, সদ্য সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রিফাত এবং সাধারণ সম্পাদক জাভেদ রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি মারিয়াম আক্তার শিল্পী (দৈনিক বর্তমান), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান (দৈনিক আমার শহর)। অর্থ সম্পাদক হয়েছেন রাফি হোসেন (দৈনিক সকাল), দপ্তর সম্পাদক নুরুল হাকিম বাপ্পী (দ্য ঢাকা ডায়েরি) এবং তথ্য ও পাঠাগার সম্পাদক হয়েছেন হাসিন আরমান (ফেস দ্য পিপল)। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আল শাহরিয়ার অন্তু (ঢাকা প্রকাশ) ও সুদীপ্ত সাহা (সময় জার্নাল)।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, কুবি প্রেস ক্লাব শুরু থেকেই সত্য ও নৈতিক সাংবাদিকতার চর্চা করে আসছে। সেই ধারাবাহিকতা রক্ষা করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষার্থীদের কল্যাণে স্বচ্ছ সাংবাদিকতা প্রতিষ্ঠায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

সভাপতি মো. আতিকুর রহমান (তনয়) বলেন, এই পদ আমার কাছে দায়িত্বের। কুবি প্রেস ক্লাব শুধু সংবাদ সংগ্রহের জায়গা নয়, সত্য ও দায়িত্ববোধের চর্চার ক্ষেত্রও বটে। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে গুরুত্ব দিয়ে সবার সহযোগিতায় ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই। সংগঠনটি জানিয়েছে, নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X