বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ভিডিও ভাইরাল 

মসজিদে জামায়াতের রাজনৈতিক প্রোগ্রাম, বের করে দিলেন স্থানীয়রা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
মসজিদে জামায়াতের রাজনৈতিক প্রোগ্রাম
expand
মসজিদে জামায়াতের রাজনৈতিক প্রোগ্রাম

মসজিদে রাজনৈতিক প্রোগ্রাম করার চেষ্টায় বিপাকে পড়েছেন জামায়াত ইসলামীর কুমিল্লার মনোহরগঞ্জের নেতারা।

এলাকার মসজিদে রাজনৈতিক সভা আয়োজনের অভিযোগে স্থানীয় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে তাদের প্রোগ্রাম বন্ধ করে জামায়াতের নেতাদের মসজিদ থেকে বের করে দেন। যে ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায়, ভিডিও করতে থাকা ব্যক্তি বারবার বলছেন, “রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে কেন? মসজিদে কোনো রাজনৈতিক প্রোগ্রাম হবে না, হবে শুধু মুসল্লিদের প্রোগ্রাম।”

এ সময় মসজিদের ভেতরে তুমুল হট্টগোল দেখা দেয় এবং স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে মুসল্লিদের বাকবিতণ্ডা হয়।

ভিডিওতে আরও দেখা যায়, মসজিদের বাইরে চেয়ার-স্টেজ সাজানো ছিল ওই অনুষ্ঠানের জন্য। স্থানীয়দের দাবি, ভেতরে চলছিল জামায়াতের রাজনৈতিক কর্মপরিকল্পনা ও সাংগঠনিক আলোচনা। যদিও কিছু নেতা দাবি করেন, বৃষ্টির কারণে প্রোগ্রামটি ভেতরে আনা হয়েছিল। কিন্তু ভিডিও করা ব্যক্তি বারবার বলেন, বাইরে বৃষ্টি হয়নি।

এছাড়া ভিডিওটিতে দেখা যায়, মসজিদের বাইরেই চেয়ার সাজানো এবং স্টেজও বানানো জামায়াতে ইসলামীর সেই প্রোগ্রামের।

স্থানীয়দের দাবি, মসজিদের ভিতরে চলছিল জামায়াতের রাজনৈতিক কর্মপরিকল্পনা ও সাংগঠনিক আলোচনা। এলাকাবাসীর বাধায় উত্তেজনা বাড়তে থাকলে শেষ পর্যন্ত জামায়াত নেতাদের মসজিদ চত্বর থেকে বের করে দেওয়া হয়।

মসজিদ মুসলিম সমাজের ঐক্যের প্রতীক ও উপাসনালয়। সেখানে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা ধর্মীয়ভাবে যেমন অগ্রহণযোগ্য, তেমনি সামাজিকভাবেও সমালোচিত। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন