বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা জেলা থেকে বদলি হয়ে কুমিল্লার নতুন এসপি আনিসুজ্জামান

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
এসপি আনিসুজ্জামান
expand
এসপি আনিসুজ্জামান

ঢাকা জেলা থেকে বদলি হয়ে কুমিল্লার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিচ্ছেন বিসিএস (পুলিশ) ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. আনিসুজ্জামান। পেশাদারিত্ব, দৃঢ় নেতৃত্ব ও মাঠপর্যায়ের কার্যকর পুলিশিংয়ের জন্য তিনি বাংলাদেশ পুলিশের একজন স্বীকৃত কর্মকর্তা হিসেবে পরিচিত।

২০২৫ সালের শুরুতে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন আনিসুজ্জামান। দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস দমন, সাইবার অপরাধ প্রতিরোধ এবং জনগণের সঙ্গে পুলিশের আস্থা বৃদ্ধি—সব ক্ষেত্রেই বিভিন্ন উদ্যোগ নেন তিনি। তাঁর নেতৃত্বে ঢাকা জেলায় কয়েকটি উল্লেখযোগ্য বিশেষ অভিযান ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের প্রসার ঘটে।

সম্প্রতি তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এতে সংগঠন ও বাহিনীর ভেতরেও তাঁর নেতৃত্বগুণ আবারও স্বীকৃতি পায়।

নতুন পুলিশ সুপার হিসেবে তাঁর কুমিল্লায় যোগদানকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, মাদক দমন এবং কমিউনিটি পুলিশিং জোরদারে তিনি বিশেষ নজর দেবেন বলে ধারণা সংশ্লিষ্টদের।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাশেদুল হক বলেন, আজ বুধবার প্রজ্ঞাপন জারি হয়েছে। নতুন পুলিশ সুপার মহোদয় কবে কুমিল্লায় যোগ দেবেন, তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন