সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় যুবককে পিটিয়ে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
মেঝে পড়ে আছে বেলাল হোসেনের কম্বল মোড়ানো রক্তাক্ত নিথর দেহ।
expand
মেঝে পড়ে আছে বেলাল হোসেনের কম্বল মোড়ানো রক্তাক্ত নিথর দেহ।

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাট বাজারে ঘুমন্ত অবস্থায় এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবকের বাড়ি,মীরেরহাট বাজারের দক্ষিণ পাশে জয়নাল উকিলের বাড়ির আবুল কালামের ছেলে বেলাল হোসেন (৩২)।

জানা যায়, মীরেরহাট বাজারের ভেতর দক্ষিণ পাশে পাকা মেঝেতে বেলাল হোসেনের রক্তাক্ত অবস্থায় কম্বল মোড়ানো নিথর দেহ পড়ে আছে। গাছের টুকরা দিয়ে পেটানোর কারণে কান ছিঁড়ে গেছে।

পাশেই পড়ে আছে তার ব্যবহৃত জুতা। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় বেলালকে মাথায় গাছের টুকরা দিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়।

স্থানীয়রা জানান,বাজারে প্রায়ই চোর-ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু চোর ডাকাতের অপকর্মের একমাত্র বাধা ছিল বেলাল। যার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানসিক প্রতিবন্ধী হলেও সবাইকে চিনত সে। রাতের বেলায় থাকত বাজারের মধ্যে।

যার কারণে বাজারের নৈশপ্রহরীর পাশাপাশি রাতের বেলায় বাজারে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিত।সেই কারনে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন