সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সমাবেশের মঞ্চে তারেক রহমান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে মহাসমাবেশের মঞ্চে তারেক রহমান
expand
চট্টগ্রামের পলোগ্রাউন্ডে মহাসমাবেশের মঞ্চে তারেক রহমান

চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মহাসমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ২১ মিনিটে তার বহনকারী গাড়ি সমাবেশস্থলে প্রবেশ করে।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঞ্চে উঠতেই করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পলোগ্রাউন্ড এলাকা।

মাঠজুড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসে ভরে যায় সমাবেশস্থল। হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন।

এটি বিএনপি চেয়ারম্যানের চলমান নির্বাচনী প্রচারের দ্বিতীয় ধাপ। গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রচার কার্যক্রম শুরু করেন তিনি।

চট্টগ্রামের সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সম্পর্কের একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। সর্বশেষ ২০০৫ সালের ৬ মে তিনি চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভায় বক্তব্য রেখেছিলেন। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে এলেন।

তবে পলোগ্রাউন্ড মাঠে এটিই তারেক রহমানের প্রথম সমাবেশ।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি একই মাঠে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার একটি বৃহৎ জনসভা অনুষ্ঠিত হয়েছিল।

মহাসমাবেশকে ঘিরে ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার পাশাপাশি কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পলোগ্রাউন্ডে আসতে শুরু করেন। ব্যানার, ফেস্টুন ও রঙিন পোশাকে সজ্জিত নেতাকর্মীদের উপস্থিতিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এই সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীরাও উপস্থিত রয়েছেন। নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ ও জনসমাগমকে ঘিরে সমাবেশস্থল এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X