সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে বিএনপি নেতাকর্মীদের ঢল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম
চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু
expand
চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ জনসভা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভামঞ্চে উপস্থিত হবেন।

ভোর থেকে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। ইতোমধ্যে পোলোগ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

ইতিমধ্যে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল-ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশস্থল নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এসেছেন।

‘ভোট দিব কিসে, ধানের শীষে, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’সহ নানা স্লোগানে তারা পায়ে হেঁটে কদমতলী, টাইগারপাস, সিআরবি, কাজীর দেউড়ি, লালখান বাজারের আশপাশের নেতাকর্মীরা পোলোগ্রাউন্ড মাঠ এসেছেন।

পলোগ্রাউন্ড মাঠ ধীরে ধীরে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন। নগর বিএনপির নেতারা পুরো সমাবেশে শৃঙ্খলা ধরে রাখতে নানা দিকনির্দেশনা দিচ্ছেন। সমাবেশস্থলে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পৌঁছেছেন।

নগরীর লালখান বাজার, কাজীর দেউড়ি, কদমতলী এলাকায় তিন পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সভামঞ্চে এসছেন।

মাঠের ভেতরে ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সিআরবি এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X