

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুইটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত শ্রমিকরা চট্টগ্রামের ফ্রি-পোর্ট এলাকার বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। বর্তমানে তারা সড়কের পাশে অবস্থান করছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, সিইপিজেডে অবস্থিত নাসা গ্রুপের দুইটি কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত। শ্রমিকদের বেতন বকেয়া রেখে মালিক আগামী ১ অক্টোবর থেকে কারখানা দুইটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ কারণে শ্রমিকরা সড়কে নেমে কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “নাসা গ্রুপের দুইটি কারখানা বন্ধের ঘোষণার প্রেক্ষিতে কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ফলে বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল ব্যহত হয় এবং সড়কে যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে শ্রমিকদের বুঝিয়ে প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বকেয়া বেতন আদায়ের ব্যাপারে কারখানার মালিক পক্ষের সাথে আলোচনা চলছে।”
মন্তব্য করুন
