সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে ভিক্ষুক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম
ট্রাক উল্টে রাস্তায় পড়ে যায় সিলিন্ডার। ছবি: এনপিবি
expand
ট্রাক উল্টে রাস্তায় পড়ে যায় সিলিন্ডার। ছবি: এনপিবি

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে আব্দুর রহমান (৪২) নামে এক ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি আংশিক দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে চলাচলরত ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় পাশে থাকা এক পথচারী সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X