বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের চেয়ারম্যান বিএনপির নাগরিক কমিটিতে, নেতাকর্মীদের বিক্ষোভ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম
বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ
expand
বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে গঠিত নাগরিক কমিটিতে আওয়ামী লীগ সমর্থিত নারায়ণহাটের সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদকে সদস্য সচিব করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলের কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নারায়ণহাট বাজারের চার রাস্তার মোড়ে জড়ো হন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। তারা ওই সাবেক চেয়ারম্যানকে ‘আওয়ামী দোসর’ আখ্যায়িত করে নাগরিক কমিটি থেকে তাঁকে অবিলম্বে বাদ দেওয়ার দাবিতে সোচ্চার হন। একপর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, বিএনপির একটি কমিটিতে সাবেক নারায়ণহাট ইউপি চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করায় দলের কর্মীরা ‘মানি না, মানব না’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন এবং সড়কের পাশে টায়ার জ্বালান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

উল্লেখ্য, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনী প্রচারণায় সহযোগিতার লক্ষ্যে এই নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X