সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
মনোনয়নপত্র দাখিল
expand
মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আব্দুল জব্বার।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ ও এডভোকেট ইসমাইল গনি।

অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, “আল্লাহর ইচ্ছায় নির্বাচিত হলে ফটিকছড়িকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রয়াস চালাব ইনশাআল্লাহ। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টি আমার অগ্রাধিকার তালিকায় শীর্ষে থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X