

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির অনুসারী দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী গাজী তাহমিদ খান (২৫) নিহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর সদরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সেদিন সন্ধ্যায় পৌরসদরের ট্রাফিক মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল সংঘর্ষে রূপ নেয়।
এতে গুরুতর আহত হন তাহমিদ। তাঁকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত তাহমিদ খান ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সদস্য ছিলেন।
পরবর্তীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোরারগঞ্জ থানা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পরে তিনি নিজ এলাকায় ছাত্রদলে যোগ দেন। দলের অভ্যন্তরীণ সংঘর্ষেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ‘আহত একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন বলে জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন
