

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের বাজার এলাকায় বেপরোয়া মিনি ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর)সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুন্ড স্টেশন রোডে এলাকায় ঢাকা মুখী একটি মিনি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় খুরশেদ নামের এক পথচারীকে চাপা দিলে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত ব্যক্তির বাড়ি,গাইবান্ধা জেলার, সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা ওমর আলী ছেলে মো.খুরশেদ(৩০)।
পরে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন, বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবদুল মোমিন।
মন্তব্য করুন
