

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম সীতাকুণ্ডে বারৈয়াঢালার বহরপুর এলাকায় সীতাকুণ্ড মর্ডান হাসপাতালের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস নির্ণয় করেছে আদর্শ ছাত্র যুব সমাজ এবং বহরপুর ছাত্র যুব ঐক্য ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর)সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বহরপুর এলাকাবাসী সহ আসপাশের লালানগর, মহালঙ্কা এলাকা টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রায় শতাধিক মানুষ সীতাকুণ্ড মর্ডান হাসপাতালের মেডিসিন চর্ম শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার শুভ দাশ গুপ্ত এর মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।ক্যাম্পে উপস্থিত চিকিৎসকেরা জানান, এলাকাবাসীর সাড়া ছিল অত্যন্ত সন্তোষজনক এবং তারা প্রয়োজনীয় পরামর্শসহ স্বাস্থ্য পরীক্ষা সেবা প্রদান করেছেন।
ক্যাম্প উদ্বোধন ও পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, খালেদ মোশাররফ, বহরপুর যুবদলের সভাপতি মোঃ আব্দুল কাদের।এছাড়া উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন,বহরপুর ছাত্র যুব ঐক্য ফাউন্ডেশনের সভাপতি সরোয়ার উদ্দিন আনসারী, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সভাপতি মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক, আব্দুল হালিম, সদস্য, জিসান, রনি, সানি, আইমন, বহরপুর ছাত্র যুব ঐক্য ফাউন্ডেশনের সদস্য আলতাফ হোসেন, আব্দুর রাজ্জাক,পাভেল, সহ অন্যান্য নেতৃবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।
এলাকাবাসী জানান, আমাদের জন্য স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেকেই নিয়মিত চিকিৎসা গ্রহণে অবহেলা করেন, আবার কেউ আর্থিক বা সুযোগের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হয়। সেই বাস্তবতা বিবেচনায় এলাকাবাসীর জন্য এই সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে, সাথে ডায়াবেটিস টেস্ট রক্তের গ্রুপ নির্ণয় করেছেন তারা আরও বলেন-চিকিৎসা প্রত্যেকের মৌলিক অধিকার,ভবিষ্যতেও এলাকাবাসীর কল্যাণে এমন কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে আশা করছি।
ফ্রি মেডিকেল ক্যাম্পকে কেন্দ্র করে এলাকাবাসী ছাত্র যুবদের মধ্যে সন্তুষ্টি ও প্রশংসার পরিবেশ লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন
