শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর স্বীকৃতি পেতে প্রবাসীর বাড়িতে অনশন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পিএম আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
প্রবাসীর বাড়িতে অনশন
expand
প্রবাসীর বাড়িতে অনশন

চাঁদপুরের হাজীগঞ্জে স্বামীর অধিকার ফিরে পেতে টানা ২৫ দিন ধরে অনশন করছেন রুনা আক্তার (৪২)।

গত ১৮ মে থেকে হাজীগঞ্জ উপজেলার উত্তর পূর্ব রাজারগাঁও আলাউদ্দিন মিজি বাড়িতে অবস্থান করছেন। তার দাবি, ওই বাড়ির মালিক ও ওমান প্রবাসী মমিন মিজি (৪৫) তার স্বামী।

রুনা আক্তারের কাবিননামা অনুযায়ী, ২০০০ সালের ৬ ফেব্রুয়ারি ওমানে তাদের বিবাহ সম্পন্ন হয়। রুনার অভিযোগ, দীর্ঘদিন দাম্পত্য জীবন থাকা সত্ত্বেও দেশে মমিন মিজির আগে একটি স্ত্রী ও সন্তান রয়েছে, যা তিনি আগে জানতেন না। গত ২৪ বছর ধরে মমিন তাকে দেশে আনেননি।

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি মমিন কিছুদিন দেশে ছিলেন। রুনার আগমনের খবর পেয়ে তিনি পুনরায় ওমানে চলে যান। এই অনশনকে ঘিরে মমিন মিজির বাড়ির আশেপাশে স্থানীয়রা ভিড় করছে। মমিন মিজির পরিবারের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

প্রবাসী মমিন মিজির ভাই মজিবুর রহমান জানিয়েছেন, পরিবারের কেউ আগে মমিনের বিয়ের বিষয়ে জানত না। রুনা বাড়িতে আসার পর বিষয়টি জানা গেছে। তিনি জানান, বড় ভাইরাই সিদ্ধান্ত নেবেন, রুনাকে কোথায় রাখা হবে বা কি করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেছেন, অফিস খোলার পর বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে।

উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম জানিয়েছেন, উভয় পক্ষ যদি স্থানীয়ভাবে সমাধান চায়, তা করা সম্ভব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন