

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব উত্তরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে একলাছপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের বকুলতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মিজানুর রহমান অভি (৩৫), তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, অভি অবৈধ বালু ব্যবসা, চাঁদাবাজি ও মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রায় সময় নারায়ণগঞ্জে অবস্থান করতেন। হত্যাকাণ্ডের পর অজ্ঞাত ফোন নম্বর থেকে আরেকজনকে একইভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, সকাল বেলায় কামাল নামে স্থানীয় এক ব্যবসায়ী দোকানে যাওয়ার পথে মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে যুবকটিকে হত্যা করা হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিহতের মাথায় গুলির চিহ্ন ও শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে। বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে অভি খুন হয়ে থাকতে পারেন। তবে অন্য কোনো কারণ আছে কি না, সেটি তদন্তের মাধ্যমে বের করা হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    