

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে গেছে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মতলব–গৌরীপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ৩০–৩৫ জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহন বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি উপজেলার নাগদা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়। এ সময় ২৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত ব্যক্তিদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন—মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের মো. রাব্বি (২৫), রুবি (৪৯); ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মোস্তফা (৬৫); চান্দ্রা বাজার এলাকার বায়েজিদ (৩) ও একই এলাকার ইয়াসমিন (২৪); চাঁদপুর সদর উপজেলার সোবান গ্রামের লাভলু (৪৫) এবং সাখুয়া গ্রামের শফিকুর রহমান (৪০)। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর থেকে বাসচালক ও চালকের সহকারী (হেলপার) পলাতক রয়েছেন।
বাসের একাধিক যাত্রী বলেন, “হঠাৎ বাসটি উল্টে খালে পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই দেখি সবাই খালের পানিতে। আল্লাহ আমাদের মৃত্যুর পথ থেকে বাঁচিয়েছেন।”
স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, “আমি বাড়িতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি বাস খালে পড়ে আছে। এরপর যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”
মতলব দক্ষিণ উপজেলার নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু বলেন, “এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। মতলব–গৌরীপুর ৪০ কিলোমিটার সড়কে শতাধিক বাঁক রয়েছে। এজন্য চালকের সতর্ক থাকা জরুরি। কিন্তু বাসের বেপরোয়া গতি ও অদক্ষ চালকের কারণে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রতন কুমার দাস জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসা পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি আহতদের মতলবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।”
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, “ঘটনাস্থলে আমরা গিয়েছি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক ও হেলপার পলাতক।”
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলার ইউএনও কেএম ইশমাম, সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা এবং মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক।
মন্তব্য করুন
