

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওল বিল সংলগ্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অনুরোধের কারণে অপরাধী ব্যাক্তির নাম প্রকাশ করেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তার ছবি ঝাপসা করে পাঠান গণমাধ্যমে।
ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, কোনো ধরণের সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা এবং কৃষিজমির মারাত্মক ক্ষতি করা হচ্ছিল। যার প্রেক্ষিতে তাৎক্ষণিক অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে মাটি কাটার যন্ত্র (বেকু) সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি এবং স্থানীয় জনসাধারণ সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন
