শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষের টাকা ফেরত চাইলেন ভুক্তভোগী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
টাকার -ফাইল ছবি
expand
টাকার -ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. শামসুদ্দোহার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। গত ১৪ জানুয়ারি বুধবার ঘুষের টাকা ফেরত পেতে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর ভুক্তভোগী রুবেল মিয়া আবেদন করেছেন। অভিযোগে বলা হয়, সরকারি খাল থেকে মাটি কাটার অনুমোদনের জন্য রুবেল মিয়ার কাছ থেকে ৭৯ হাজার টাকা ঘুষ নেন ওই কর্মকর্তা। পরে মাটি কাটার মৌখিক অনুমোদন তিনি দিয়ে দেন।কিন্তু ক লিখিত কোন অনুমোদন দিতে পারেননি।

উপায়ন্তর না দেখে এক পর্যায়ে ঘুষের টাকা ফেরত চান রুবেল মিয়া। তবে মো. শামসুদ্দোহা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো উৎকাচ বা ঘুষ গ্রহণ করিনি। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর বলেন, অভিযোগটি আমরা পেয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X