

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদার পক্ষে “মার্চ উইথ নকিবুল হুদা” শীর্ষক গণমিছিল করেছে দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাওলাগঞ্জ বাজার মাঠ থেকে শুরু হয়ে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই গণমিছিলে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ১১টার দিকে গণমিছিলটি বাঞ্ছারামপুর পৌরসভার সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাওলাগঞ্জ বাজার মাঠে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীক হাতে নিয়ে দলীয় স্লোগান দেন।
পরে মাওলাগঞ্জ বাজার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কাজী মো. আবুল বাশার এবং পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা। বক্তারা বলেন, আজকের এ সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে বাঞ্ছারামপুরের মানুষ শান্তি চায়। শান্তির প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়ার এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু-মুসলমান সবার ভালোবাসায় এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবে—ইনশাআল্লাহ।
মন্তব্য করুন
