শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে খুঁজে পেতে স্ত্রীর পুরস্কার ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম
কাজল, সংগৃহীত ছবি
expand
কাজল, সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীকে খুঁজে পেতে স্ত্রী ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

শুধু তাই নয়, রোববার (২৫ জানুয়ারি) বিকালে তিনি আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, প্রায় এক যুগ আগে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনির ফজলুর রহমানের ছেলে কাজলের সঙ্গে বিয়ে হয় একই এলাকার সনিয়া নামে এক মেয়ের।

তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বেশ কিছুদিন ধরে কাজল তার সঙ্গে খারাপ আচরণ, শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

একপর্যায়ে গত ২৪ জানুয়ারি সকাল ১১টার দিকে তিনি আড়াই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার স্ত্রী সনিয়া সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে লোকমুখে জানতে পারেন- অন্য একটি মেয়েকে নিয়ে তিনি পালিয়ে গেছেন। স্বামীর এমন কর্মকাণ্ডে স্ত্রী সনিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন।

সনিয়া বলেন, আমার স্বামী কাজলের দুটি ফোন নম্বরে বহুবার যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। কখনো ফোন বন্ধ পাচ্ছি আবার কখনো ফোন ঢুকলেও রিসিভ করছেন না। এজন্য নিরুপায় হয়ে থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। সেই সঙ্গে কেউ তাকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কৃত করব।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X