শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বহিষ্কৃত জামায়াত নেতার হাত ধরে বিএনপিতে যোগ দিলেন ৪৫ জন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
জামায়াতের বহিষ্কৃত সাবেক নেতা মাওলানা ওমর ফারুক
expand
জামায়াতের বহিষ্কৃত সাবেক নেতা মাওলানা ওমর ফারুক

‎ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের জামায়াতের বহিষ্কৃত সাবেক আমির ও দুলারহাট থানা শাখার সাবেক বায়তুলমাল (ক্যাশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে ৪৫ জনের একটি দল বিএনপিতে যোগ দিয়েছেন। স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, বিএনপিতে যোগ দেওয়া এসব ব্যক্তি আগে জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা জুড়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে। তবে জেলা জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানিয়েছে, ওমর ফারুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বর্তমানে জামায়াতের কোনো সম্পর্ক নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে চরফ্যাশন উপজেলা শহরে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের বাসভবনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা ওমর ফারুক বলেন, চরফ্যাশনের দুলারহাট থানা এলাকায় জামায়াতে ইসলামীর কার্যক্রম আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিএনপির নীতি ও কার্যক্রম তাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হওয়ায় তিনি ও তার সঙ্গে থাকা ৪৫ জন সাবেক জামায়াতকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের উপস্থিতিতে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‎এ সময় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা বিএনপিতে যোগদান করেছেন এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। যোগদানকৃত ৪৫ জনের উদ্দেশে তিনি বলেন, আপনাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ বলেন, বিএনপিতে যোগ দেওয়া মাওলানা ওমর ফারুকসহ ৪৫ জনের কেউই বর্তমানে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি জানান, ২০২৪ সালের ৫ জুলাই দলীয় অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওমর ফারুককে বহিষ্কার করা হয় এবং সেই বহিষ্কারাদেশের লিখিত কপি তাদের কাছে সংরক্ষিত আছে।

হারুন অর রশিদ আরও বলেন, বহিষ্কারের পর গত এক বছর ধরে ওমর ফারুকের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। ফারুকের সঙ্গে যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তাদেরও কেউ জামায়াতের পরিচিত কর্মী নন। ওই ৪৫ জনকে জামায়াতের নেতাকর্মী হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও প্রতিবাদ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন