

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দিয়ে পুনর্গঠনের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত । তিনি অভিযোগ করেন, নবঘোষিত আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যই অতীতে দলের সঙ্গে উল্লেখযোগ্যভাবে সম্পৃক্ত ছিলেন না। তৃণমূলের নেতাকর্মীদের মতামত না নিয়ে ঢাকায় বসেই “অরাজনৈতিক ও অযোগ্য ব্যক্তিদের” গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
ইয়াসির আরাফাত আরও বলেন, “যোগ্য, পরিশ্রমী ও ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে বহুজনকে কমিটিতে আনা হয়েছে। এমনকি কেন্দ্রীয় নীতিমালা ভঙ্গ করে একাধিক ব্যক্তিকে দু’টি ভিন্ন সংগঠনে পদায়ন করা হয়েছে—যুবশক্তি ও মূল দলে একসঙ্গে পদে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বিধি বহির্ভূত।”
তিনি অভিযোগ করেন, ভোলার স্থানীয় নেতৃত্বকে উপেক্ষা করে ঢাকায় বসে রাজনীতি করা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এনসিপিকে অন্য রাজনৈতিক দলের “বি-টিম” বানানোর উদ্দেশ্যেও কয়েকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ইয়াসির আরাফাত আল্টিমেটাম দিয়ে বলেন, “৭২ ঘণ্টার মধ্যে কমিটি পুনর্গঠনের ঘোষণা না এলে আমরা সবাই একে একে পদত্যাগ করতে বাধ্য হবো।”
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব তাজিন রহমান , সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক , সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব , কোষাধ্যক্ষ হাফেজ ড. মোহাম্মদ জহুরুল ইসলাম , নির্বাহী সদস্য মোঃ সবুজ মিয়া , রুহুল আমিন , আলাউদ্দিন , নাসরিন জাহান হাবিবা , মোহাম্মদ নুরনবী , মোহাম্মদ লিমন , মোঃ সুজন , মোহাম্মদ ইব্রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
