

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর পাড় থেকে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার ও বাহেরচর গ্রামের আজিজ সিকদারের মাছঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, নৌ-পুলিশ ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নিয়মিত নদীতে টহল দিচ্ছিল। সোমবার ভোর আনুমানিক ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে একটি নৌকার ভেতরে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌকার ভেতর থেকে গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত ওই যুবককে উদ্ধার করে।
পরে তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩১ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অন্য কোথাও যুবককে কুপিয়ে হত্যা করে নদীপথে এনে এখানে ফেলে রেখে যায়। সোমবার সকালে বরিশাল থেকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
তারা মরদেহের আলামত ও নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানা ও বিভিন্ন এলাকায় নিহতের ছবি পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে একজন জেলে অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় জেলে জালাল রাঢ়ী জানান, রোববার রাত আনুমানিক ১২টার দিকে তিনি মাছ শিকার শেষে নদীর ঘাটে ফেরেন। এ সময় নদীর বাঁধের বস্তার ওপর গলাকাটা অবস্থায় এক ব্যক্তিকে বসে থাকতে দেখেন। গলা দিয়ে রক্ত ঝরতে দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলেও ঘটনার বিস্তারিত আর বলতে পারেননি। স্থানীয়রা জানান, ওই রাতে নদীতে একটি স্পিডবোটের শব্দ শোনা গেছে।
তাদের ধারণা, স্পিডবোটে করে অন্য কোনো স্থান থেকে যুবককে এনে এখানে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, “এখনো নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
মন্তব্য করুন
