

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের গৌরনদীতে মঞ্জু বেপারী (৫০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পৌরসভার ৯নং পূর্ব কাসেমাবাদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মঞ্জু ওই এলাকার রশিদ বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে মঞ্জু এক যাত্রীকে বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত পৌনে এগারোটার দিকে পূর্ব কাসেমাবাদ এলাকার ইয়াসিন খানের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। দুর্বৃত্তরা তাকে ভ্যানের ওপর ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তার গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক টিপু সুলতান জানান, নিহত ব্যক্তির শরীরে অন্তত ১০ থেকে ১২টি কোপের চিহ্ন ছিল। হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
