

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডে বরিশাল জেলা ছাত্রদলে সাবেক সহ সভাপতি সবুজ আকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি উপলক্ষে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা তারা জড়ো হন।
পরে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে ঘন্টাব্যাপী রাজধানী ঢাকার সঙ্গে বরিশালে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
বক্তারা বলেন, হাদি বিল্পপী নেতা ছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয় এবং পরবর্তীতে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ছাত্রনেতা সবুজ আকন বলেন, হাদিকে ভারতের আগ্রাসীর কারণে হত্যা করা হয়েছে। হাদির হত্যার দায় প্রশাসন ও শেখ হাসিনার নিতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশকে জঙ্গিবাদ রাষ্ট্র পরিণত করতে চাই। হাদি ভারতের আগ্রাসীর ভূমিকার প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়। হাদির হত্যার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।
ওসমান হাদি যেহেত বরিশালের সন্তান, সেহেতু বরিশাল বিমানবন্দর শহীদ ওসমান হাদি নামে করতে হবে। বেলা ১১টায় অবরোধ শুরু করে সাড়ে ১২টায় অবরোধ তুলে নেয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধ চলাকালে সড়কের উভয় পাশে ছোট-বড় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে, এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
মন্তব্য করুন
