

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা একযোগে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করাসহ ৮ দফা দাবিতে পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কার্যালয়সহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি করছে।
ঐ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫৫১ জন শিক্ষার্থী সেমিস্টার ফাইনাল পরিক্ষা বর্জন করে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে ও দিনব্যাপী বিক্ষোভ মিছিল শেষে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন।রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নির্ধারণ করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা গ্রহণ করা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কলেজের প্রবেশের দুইটি গেটে তালা ঝুলিয়ে পাহারা বসিয়েছে। বাহির থেকে কোন গাড়ি ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। অধ্যক্ষ শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার্থীদের সাথে আন্দোলন নিরসন করার চেষ্টা করছে। শিক্ষার্থী মোঃ বরকাতুল্লাহ, শাহাদাত ও সালমান জানান, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে না নেবে, ততদিন ক্যাম্পাস সাটডাউন ও প্রশাসনিক ভবন বন্ধ থাকবে।
শিক্ষার্থীরা বলেন, এই আন্দোলন আজকের না। গত ৯ মাস ধরে ৮ দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছি। এ বিষয়ে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন,১৭ ডিসেম্বর বুধবার দ্বিতীয় ও ষষ্ঠ সেমিস্টারের ২৮৬জন শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে এবং অন্যান্য সেমিস্টার আরো ২৬৫জনসহ মোট ৫৫১ জন শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে। আমার কক্ষসহ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। আমি বিষয়টি নিরাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের দাবিগুলো আমি উর্ধতন মহলকে জানিয়েছি।
মন্তব্য করুন
