

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট বৈঠকে তাদের ছাত্র সংসদের জন্য “বাকসু” (BUCSU) নাম অনুমোদনের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও আপত্তি জানিয়েছে। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে “ঐতিহাসিক জবরদখল” ও “পরিচয় নকলের অপচেষ্টা” বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে বিএম কলেজের শিক্ষার্থীরা বলেন, “বাকসু” নামটি ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকেই ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের ঐতিহাসিক পরিচয়, যা ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের দাবি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আন্দোলনেও বিএম কলেজ ছাত্র নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল—যা “বাকসু” নামের ঐতিহাসিক অবস্থানকে আরও দৃঢ় করে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, একই অঞ্চলের দুই শিক্ষা প্রতিষ্ঠানে একই নামে ছাত্র সংসদ থাকলে একাডেমিক ও প্রশাসনিক বিভ্রান্তি, মিডিয়ায় ভুল ব্যাখ্যা এবং ইতিহাস বিকৃতির ঝুঁকি তৈরি হবে। তাদের ভাষ্যমতে, শতবর্ষীয় ঐতিহ্যবাহী নাম হুবহু গ্রহণ করা শিক্ষাঙ্গনের শিষ্টাচারবিরুদ্ধ এবং “Customary Right”, “Longstanding Usage” ও “Historical Declaration”-এর চরম লঙ্ঘন।
সংবাদ সম্মেলনে বিএম কলেজের শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন— ১. বরিশাল বিশ্ববিদ্যালয় অবিলম্বে “বাকসু” নাম অনুমোদনের সিদ্ধান্ত বাতিল করবে। ২. বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জন্য স্বতন্ত্র ও নতুন নাম ঘোষণা করবে। ৩. বিএম কলেজ ছাত্র সংসদের নাম নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করার বিষয়ে লিখিত ব্যাখ্যা দেবে।
শিক্ষার্থীরা বলেন, বাকসু শুধু একটি নাম নয়—এটি আমাদের সংগ্রাম, ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক। এই নামে কোনো আপস হবে না।
মন্তব্য করুন
