সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, বরগুনা:
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
মো. বাদশা মিয়া (৫৮)
expand
মো. বাদশা মিয়া (৫৮)

বরগুনার পাথরঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হয়রানি করতে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করায় বাদীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর বাদশা মিয়াকে আদালত কক্ষ থেকেই কারাগারে পাঠানো হয়।

রোববার (৯ নভেম্বর) বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ এ রায় ঘোষণা করেন।

দ্রুত বিচার আইনে দায়ের করা মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত হামেজ সিকদারের ছেলে মো. বাদশা মিয়া (৫৮) কে সাত দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ এপ্রিল বাদশা মিয়া প্রতিপক্ষ নাসির হাওলাদারসহ সাতজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি চাঁদাবাজির মামলা (সি/আর নং-৭০/২০২৫) করেন। তদন্তে মামলাটির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাদীর স্ত্রী আলেয়া বেগমের আঘাতের ঘটনা আসামিদের মারধরের নয়, বরং সড়ক দুর্ঘটনাজনিত।

শুনানিতে সাক্ষীদের বক্তব্য ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা বলে রায় দেন। পরবর্তীতে বাদী সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়ে দোষ স্বীকার করেন। আদালত তাকে সাত দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন