শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গণভোট নিয়ে জটিলতা তৈরির চেষ্টা করছে বিএনপি: তাহের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ এএম
4930
expand
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, গণভোট ইস্যুতে বিএনপি ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করছে। দলটির দাবি, জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের শেষ দিকে গণভোট আয়োজন করাই এখন সময়ের দাবি।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “গণভোট আর জাতীয় নির্বাচন এক নয়—দুটি ভিন্ন প্রক্রিয়া।”

তাহের জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে তিনি “জুলাই সনদ”-কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানান। তার ভাষায়, “সব রাজনৈতিক দলই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এখন এর বাস্তবায়ন এবং নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করাই মূল বিষয়।”

তিনি আরও বলেন, “বিএনপি গণভোটে সম্মত হলেও নির্বাচনের দিনই তা করতে চাইছে—যা আইনগত ও বাস্তবভাবে জটিলতা সৃষ্টি করবে। মূলত বিএনপি গণভোটে আন্তরিক নয়; জনচাপের কারণে সম্মত হয়েছে, কিন্তু এখন নানা প্যাঁচ তৈরি করছে।”

জামায়াত নেতা জানান, “আমরা চাই নভেম্বরের শেষ সপ্তাহে গণভোট হোক, এরপর পর্যাপ্ত সময় থাকবে জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য। তবে নির্বাচনের আগেই গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”

প্রশাসনে রদবদলের প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন, প্রশাসন ও পুলিশে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হবে। এখনো প্রায় ৭০ শতাংশ কর্মকর্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত—এদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ডা. তাহের বলেন, “যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি, তবুও আমাদের মনে হয় বর্তমান অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করতে সক্ষম।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন