মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় হরিণের মাংস জব্দ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম
কোস্টগার্ডের বিশেষ অভিযান
expand
কোস্টগার্ডের বিশেষ অভিযান

বরগুনার পাথরঘাটা সংলগ্ন হরিণঘাটা বনের পাশ থেকে ৩ কেজি হরিণেরমাংস ও দুটি চামড়া জব্দ করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন। বৃহস্পতিবার সকাল ৯ টার সময় প্রেস ব্রিফিং এর মাধ্যমে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা বন সংলগ্ন এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

লেফটেন্যান্ট আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক হরিণঘাটা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন ৩ কেজি হরিণের মাংস ও ২টি চামড়া জব্দ করা হয়। এসময় হরিণ শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, জব্দকৃত হরিণের মাংস ও চামড়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X