শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে সংসদ সদস্য প্রার্থী সুজাউদ্দিনের ভিন্নধর্মী প্রচারণা ‘নেটওয়ার্কের বাইরে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম
এ এস এম সুজা উদ্দিনের ব্যতিক্রমী গণসংযোগ কর্মসূচি
expand
এ এস এম সুজা উদ্দিনের ব্যতিক্রমী গণসংযোগ কর্মসূচি

বান্দরবান-৩০০ আসনের জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ এস এম সুজা উদ্দিন নাইক্ষ্যংছড়ি ও রোয়াংছড়ি উপজেলায় চালিয়েছেন ব্যতিক্রমী এক গণসংযোগ কর্মসূচি, যার নাম দেওয়া হয়েছে ‘নেটওয়ার্কের বাইরে’।

এই কর্মসূচির আওতায় তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর, বাইশারী, ঘুমধুম, দোছড়ি, সোনাইছড়ি, ফুলতলি ও তুলাতলি ইউনিয়নসহ এবং রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গহীন ও দুর্গম পাহাড়ি এলাকায় সরাসরি সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছান। পাশাপাশি তিনি ঘুমধুম ও তুমব্রু সীমান্ত অঞ্চল, রেমাক্রীসহ প্রত্যন্ত জনপদ ঘুরে দেখেন।

প্রচলিত রাজনৈতিক মিছিল, শোডাউন কিংবা আনুষ্ঠানিক জনসভা এড়িয়ে এ এস এম সুজা উদ্দিন মানুষের সঙ্গে সরাসরি মুখোমুখি আলাপ-আলোচনায় অংশ নেন। এমন সব এলাকায় তিনি যান, যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর এবং রাষ্ট্রীয় সেবার উপস্থিতি প্রায় অনুপস্থিত।

এই সফরে তিনি স্থানীয় জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, কষ্ট ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। কোথাও স্কুল আছে কিন্তু শিক্ষক নেই, কোথাও নলকূপ থাকলেও বিশুদ্ধ পানির সংকট, কোথাও হাসপাতাল থাকলেও ডাক্তার নেই। অনেক এলাকায় ভূমি জরিপে প্রকৃত মালিকদের নাম বাদ পড়েছে, আদিবাসী জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা, কিন্তু নেই রাষ্ট্রীয় স্বীকৃতি। চিকিৎসা সেবা, ভূমির অধিকার, শিক্ষা ও নিরাপদ পানির অভাব মানুষের দৈনন্দিন জীবনে যে চরম দুর্ভোগ তৈরি করেছে—এই বাস্তবতা তিনি সরাসরি প্রত্যক্ষ করেন।

গণসংযোগকালে এ এস এম সুজা উদ্দিন স্থানীয় সাপ্তাহিক বাজার পরিদর্শন করেন, রাতের বেলায় প্রত্যন্ত জুম ঘর ও পাহাড়ি বসতিতে গিয়ে মানুষের জীবনসংগ্রামের কথা শোনেন।

এ প্রসঙ্গে তিনি বলেন— “এখানকার জনগণ শুধু নেটওয়ার্কের বাইরে নয়, নাগরিক সেবার বাইরেও রয়ে গেছে। আমি সংসদে গেলে এই জনগণ শুধু নেটওয়ার্কই নয়, ন্যায্য সেবা ও অধিকারও পাবে।”

স্থানীয়দের সঙ্গে এই সরাসরি সংযোগ ও কথা শোনার উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, ‘নেটওয়ার্কের বাইরে’ নামের এই ভিন্নধর্মী প্রচারণা পাহাড়ি জনপদের মানুষের মধ্যে নতুন করে আস্থা ও প্রত্যাশা সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X