

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচরে কর্মজীবী মেধাবীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিবচর ক্যারিয়ার ক্লাব’-এর উদ্যোগে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুধু ক্রেস্ট নয়, ভবিষ্যৎ ক্যারিয়ার-পরিকল্পনার মূল বার্তা পৌঁছে দিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনুপ্রেরণামূলক সভায়।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক ও কলেজের প্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্হিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক ও খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।
সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে বলেন, “শিবচর ক্যারিয়ার ক্লাব কর্মজীবনে সফল হওয়া সন্তানদের একত্রিত করে একটি সহযোগী নেটওয়ার্ক গড়ে তুলেছে। যেখান থেকে শিবচরের ভবিষ্যৎ প্রজন্ম হাতে-কলমে দিকনির্দেশনা পাবে। মেধার উন্নয়নই আমাদের লক্ষ্য নয়, বরং মেধার সঠিক ব্যবহার নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।”
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,শুরুর সাফল্য তোমাদেরকে আনন্দিত করেছে সন্দেহ নেই। কিন্তু সেই আনন্দের ঢেউ যেন শেষের উদ্দীষ্টকে প্লাবিত করে না ফেলে।আর তারাই প্রকৃত মেধাবী যারা দেশকে ভালোবাসে, দেশকে নিয়ে স্বপ্ন দেখে।"
তিনি আরও বলেন, " শিবচর ক্যারিয়ার ক্লাবের মতো উদ্যোগ শিক্ষার্থীদের শুধু সম্মানই দেয় না,তাদের ভবিষ্যতের সঠিক দিকও নির্দেশ করে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মো. আসাদুর রহমান, ডা.মোহাম্মদ তারিকুল ইসলাম, ইমপেক্স লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক মো.ফোরহাদ হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজী আরাফাত মিয়া,সরকারি বরগুনা কলেজের প্রভাসক মো. দিদারুল ইসলাম সহ আমন্ত্রিত বিভিন্ন ও কলেজের প্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা মেধাবী শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেন, মেধার সাথে যদি নৈতিক মূল্যবোধ না থাকে, তবে তারাই হয়ে উঠে সবচেয়ে ভয়ংকর। সুতরাং মেধার সাথে নৈতিক মূল্যবোধের চর্চা ও করতে হবে।
এ সময় জিপিএ–৫ প্রাপ্ত ১৮২জন শিক্ষার্থী এবং ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে বলেন, শিবচর ক্যারিয়ার ক্লাবের সংবর্ধনা তাদের ভবিষ্যৎ লক্ষ্যের প্রতি আরও দায়িত্ববান ও অনুপ্রাণিত করেছে।
মন্তব্য করুন