

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে সুরুজ খলিফা (৩০) নামের এক যুবকের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ১০ টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহত সুরুজ ওই গ্রামের মৃত হবিবর খলিফার ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ইসলাম শেখের বাগানের মধ্যে বকেটি গাছে গলায় ফাঁস দেন সুরুজ। পরে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পাংশা থানা পুলিশকে খবর দেয়।
নিহতের ভাই জানান, সুরুজের অনেক ধার–দেনা ছিল। এসব দেনা পরিশোধ করতে না পেরে মানসিক কষ্টে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “সমসপুর গ্রামে একজনের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।”
মন্তব্য করুন