

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ধোবাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার পোড়াকান্দুলিয়া বাজারে বৃহস্পতিবার বিকেলে আব্দুল আলীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাটি ঘটে।
এসময় আহত হন দোকান মালিক আব্দুল আলী। এছাড়া দোকান থেকে নগদ টাকা ও কয়েক লাখ টাকার মালামাল লুট করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আঙ্গরাকান্দা গ্রামের বাসিন্দা আব্দুল আলী পোড়াকান্দুলিয়া বাজারে নেট ও সুতার ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার বিকেলে তাঁর দোকানের সামনে উদয়পুর গ্রামের আপেল মিয়া তার মোটরসাইকেলটি রাখেন।
এসময় সেটি আইনব আলীর গায়ে লাগে। এরপর তাদের মধ্যে ঝগড়া বাধে। আব্দুল আলী ঝগড়া থামাতে গেলে উভয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়।
পরবর্তীতে আপেল মিয়া আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আব্দুল আলীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে আব্দুল আলী আহত হন। হামলাকারীরা দোকান থেকে নগদ টাকা, মালামাল এবং মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ঘটনাটির পর আব্দুল আলী ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আব্দুল আলী বলেন, ‘প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের সামনে আমার দোকানে হামলা হয়েছে। থানায় অভিযোগ দেওয়ার পরও পুলিশ মামলা নিচ্ছে না।’
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, ‘ঘटनাটির তদন্ত চলছে। মামলা রুজু করা হবে।’
মন্তব্য করুন