

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জ–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীকে জামায়াতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অকার্যকর উল্লেখ করে তাকে পরিবর্তনের দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন—সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল সিপলু, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আওলীয়া, জেলা যুবদল নেতা আকরাম হোসেন ওয়ারেস, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিএনপির বর্তমান মনোনীত প্রার্থী আকবর আলীর কঠোর আচরণে জনমানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তার বয়স ৯৫ বছরের বেশি হওয়ায় কয়েকজনের সহায়তায় চলাফেরা করতে হয়। এমন শারীরিক অবস্থায় নির্বাচনী প্রচার–প্রচারণায় অংশ নেওয়া তার পক্ষে দুষ্কর। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে রূঢ় আচরণ করছেন।
গঠনমূলক সমালোচনা করলে তিনি বলেন, নেতাকর্মীদের ভোটের প্রয়োজন নেই। এর আগে নির্বাচন করেও তিনি জামানত হারিয়েছিলেন।
মন্তব্য করুন