বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভুয়া তথ্য দিয়ে এনআইডি করতে এসে রোহিঙ্গা যুবকসহ আটক ৩

নাজমুল হাসান (নরসিংদী)
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম
আটক রোহিঙ্গা
expand
আটক রোহিঙ্গা

নরসিংদীর বেলাব উপজেলায় ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে এসে রোহিঙ্গা যুবকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে বেলাব উপজেলা নির্বাচন অফিসে ছবি তোলার সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- রোহিঙ্গা নাগরিক আব্দুল্লাহ ওরফে ওমর ফারুক (২২), মৃত অহিদুল্লাহর ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৭) এবং মজিবুর রহমানের ছেলে মোঃ মাহফুজুর রহমান মাছুম (৪৫)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, বুধবার এনআইডি কার্ডের ছবি তোলার সময় আব্দুল্লাহ মিয়া নামে পরিচয় দেওয়া এক যুবককে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি নিজেই স্বীকার করেন যে, তিনি মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি আরও বলেন, ওই যুবক নিজেকে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ এলাকার বাসিন্দা দাবি করে বাবার নাম মোঃ মাহফুজুর রহমান মাছুম ও মায়ের নাম লতিফা বেগম উল্লেখ করে বিভিন্ন কাগজপত্র, জন্মসনদ ও নাগরিকত্ব সনদ জমা দিয়েছিলেন। তবে যাচাই-বাছাইয়ে নথিতে অসঙ্গতি ধরা পড়লে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তার রোহিঙ্গা পরিচয় প্রকাশ পায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র করতে আসা রোহিঙ্গা যুবক ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৪ এর ১৮/২৩(২) ধারায় মামলা (নম্বর ২১) রুজু করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন