

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণ ও অর্থ-স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগ উঠেছে জিসান (২০) নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনার পর বিয়ের দাবিতে ভুক্তভোগী তরুণী রোববার (৯ নভেম্বর) সকাল থেকে অভিযুক্ত প্রেমিকের বাড়িতে অনশন করছেন। ভুক্তভোগী তরুণী উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।
জানা যায়, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করেন। এতে প্রতারিত হয়ে তরুণী বিয়ের দাবিতে জিসানের বাড়িতে অবস্থান ও অনশন শুরু করেন। জিসান পূর্বেও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক করে বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাৎ করেছেন বলে জানায় স্থানীয়রা।
এ বিষয়ে ভুক্তভোগী তরুণী বলেন, ওর সাথে আমার সম্পর্ক হয়েছে এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে। তিন-চার মাস পর রোজার ঈদের মাসখানেক পর আমাকে বাসা থেকে বের করে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে যে সে আমাকে বিয়ে করবে। আমার কাছে গহনা-গাটি ছিল আমি বাসা থেকে কিছু গহনা নিয়ে আসছিলাম। নিয়ে যাওয়ার পরে ওর বন্ধুর শ্বশুর বাড়িতে আমাকে রাখে। যশোরে নিয়ে গেছিল, সেখানে কিছুদিন আমাকে রাখে। সে বলে এক সপ্তাহের ভিতর সবকিছু সমাধান করবে।
সে গহনা-গাটি সব নিয়ে গেছে শুধু এক জোড়া কানের দুল আমার কাছে রাখছিলাম সেটাই আছে এখন। আমার ফোন ভেঙে ফেলছে এবং আমাকে কারো সাথে যোগাযোগ করতে দেয়নি। আমি শুধু কোন রকমে বিয়েটা করতে চেয়েছিলাম। ও আমাকে ব্রেন ওয়াশ করে রাখছিলো আর বিয়ের কথা বললে বিভিন্ন বাহানা দিতো।
তরুণী দাবি করে বলেন, সে গহনা বাবদ ৫ লাখের জায়গায় ৩ লাখ ফেরত দিবে এবং কালকে সকালে আমাকে বিয়ে করবে এটাই আমার দাবি।
তবে এ বিষয়ে অভিযুক্ত জিসান পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন