শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের জন্য মুখিয়ে থাকা জনগণের জোয়ারে সব হাংকি-পাংকি ভেসে যাবে: প্রিন্স 

ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স
expand
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ -১( ধোবাউড়া - হালুয়াঘাট) আসনে দলের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচনী প্রস্তুতি ও বিএনপির পক্ষে জনজোয়ার দেখে কিছু দল হাংকি-পাংকি শুরু করেছে। নির্বাচনের জন্য মুখিয়ে থাকা জনগণের জোয়ারে সব হাংকি-পাংকি ভেসে যাবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ইজারা পাড়ায় ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলন নির্বাচনী জনসভায় পরিণত হয়।

এসময় এমরান সালেহ প্রিন্স আরও বলেন, যারা জনগণের রায় ছাড়াই ঘি খেতে চান, তাদের ওপর আওয়ামী প্রেতাত্মা ভর করেছে। আওয়ামী নেত্রী যেমন ৯০ পররর্তীতে জামায়াতকে সঙ্গে নিয়ে ধাক্কা-ঝাঁকি দিয়ে গণতন্ত্র শেখানোর নামে গণতন্ত্রের বিনাশ করতে চেয়েছিলেন, জামায়তের নেতারা তেমনি তাদের এককালের নেত্রীর দেখানো পথে আঙুল বাঁকা করে ঘি তোলার নামে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নস্যাৎ করতে চাচ্ছেন।

এসময় তিনি নেতাকর্মীদের আহবান জানান, প্রতি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করার।

গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টোটনের সভাপতিত্বে ও সদস্য সচিব আনসার আলী তুলার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রাব্বানী সুমন, মাহবুবুল আলম বাবুল প্রমুখ।

এর আগে সকালে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সিরহাট জামে মসজিদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সঙ্গে, দুপুরে মুন্সিরহাট মুসলিম ইনস্টিটিউশন ও মুন্সিরহাট ফাজিল মাদরাসায় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন