শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে কারিগরি শিক্ষার প্রসারে এনপিআই’র আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
expand
মানিকগঞ্জে কারিগরি শিক্ষার প্রসারে এনপিআই’র আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এই স্লোগানকে ধারণ করে মানিকগঞ্জের হরিরামপুরে কারিগরি শিক্ষার প্রসার এবং ভর্তিহার বৃদ্ধির লক্ষ্যে আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) মানিকগঞ্জ এই ক্যাম্পেইনের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাজী সাইফুল ইসলাম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার প্রতি উৎসাহিত করতে এ ধরনের আউটরিচ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, এডহক কমিটির সদস্য এসএম জাফর আলম, হরিরামপুর টিচিং ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাত আলী এবং মার্কেন্টাইল ব্যাংক ঝিটকা শাখার ব্যবস্থাপক বিকাশ বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন