

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোণার বারহাট্টা উপজেলার কাকুড়া বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ভ্যানচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, কাকুড়া বাজার এলাকায় সন্দেহজনকভাবে একটি কাভার্ড ভ্যান চলাচল করছিল। স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে থানায় আনা হয়।
পরে ভ্যানে থাকা চালক ইব্রাহিম (২৫) ও তার সহকারী সাব্বির (১৯)-কে আটক করা হয়। ওসি আরও জানান, জব্দকৃত পণ্যের সঠিক পরিমাণ ও মূল্য নির্ধারণের কাজ চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর মামলার প্রস্তুতি নেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন