মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ-৩ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল বারী 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম
চৌধুরী আশরাফুল বারী নোমান
expand
চৌধুরী আশরাফুল বারী নোমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-০৩ (সদর–শায়েস্তাগঞ্জ–লাখাই) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি জানান, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি উক্ত আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

দলের কেন্দ্রীয় সর্বশেষ বৈঠকে এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে কেন্দ্রীয় নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের অজ্ঞাতে দলীয় প্রধান একটি আসনে সমঝোতার সিদ্ধান্ত নেন। এতে মেহনতি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মনে করেন।

এই প্রেক্ষাপটে তিনি হবিগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি বলেন, এই সিদ্ধান্ত কোনো স্বপ্নের মৃত্যু নয়, বরং সাময়িক স্থগিত। ভবিষ্যতে সততা ও পরিবর্তনের রাজনীতি নিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণায় দীর্ঘদিন ধরে যারা তার সঙ্গে কাজ করেছেন, তাকে সমর্থন দিয়েছেন এবং ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেসব নেতাকর্মী, ভোটার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন চৌধুরী আশরাফুল বারী নোমান।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশ না নিলেও মানুষের পাশে দাঁড়ানোর সংগ্রাম আজীবন অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X