মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া জামায়াত আমিরের জানাজায় মানুষের ঢল

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম
অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা মঙ্গলবার কুষ্টিয়ার হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে সম্পন্ন হয়
expand
অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা মঙ্গলবার কুষ্টিয়ার হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে সম্পন্ন হয়

তিন দফা জানাজা শেষে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেমের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় জানাজা শেষে মিরপুর ওয়াবদা কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নিতে জামায়েতের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে।

এরআগে সকাল ৯টার দিকে কুষ্টিয়া শহরের চাঁদাগাড়া ঈদগাহ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা ও সোমবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে তার গ্রামের বাড়ি ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রথম জানাজা সম্পন্ন হয়।

জানাজায় মরহুমের পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলাম, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন।

উল্লেখ্য,সোমবার বিকেলে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান অধ্যাপক আবুল হাশেম।

তার আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X